এক্সিম ব্যাংকের মুনাফা ৩১.০৩ শতাংশ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এক্সিম ব্যাংক চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক বা ৬ মাসে (জানুয়ারি-জুন, ২২) এবং দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২২) অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩১ শতাংশ বেড়েছে।

সোমবার (১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের ৬ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৮৭ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.২৭ টাকা বা ৩১.০৩ শতাংশ বেড়েছে।

এদিকে, কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৮২ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০৭ টাকা বা ৮ শতাংশ বেড়েছে।

২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৮৯ টাকায়।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় শোক দিবসে ব্যাংকে ৭ কর্মসূচি পালনের নির্দেশ
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট : মুদ্রাস্ফীতি ৬০ শতাংশ ছাড়িয়েছে