স্পট মার্কেটে এলএনজির সর্বোচ্চ দাম, আপাতত কিনছে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব বাজারে স্পট মার্কেটে (খোলাবাজার) বেড়েই চলেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজির (লিকুইড ন্যাচারাল গ্যাস) দাম। সবশেষ বুধবার (১৭ আগস্ট) এশীয় অঞ্চলের জন্য প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ ডলারের কাছাকাছি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর গগ পাঁচ মাসে এটি সর্বোচ্চ দাম। তবে উচ্চ মূল্যের কারণে আপাত স্পট মার্কেট থেকে এলএনজি কেনার পরিকল্পনা নেই বাংলাদেশের।

আন্তর্জাতিক সংস্থা ব্লুমবার্গের তথ্যমতে, শীতের আগাম প্রস্তুতি হিসেবে অনেক দেশ গ্যাসের মজুত রাখছে। যার ফলে খোলাবাজারে দাম বেড়ে গেছে। বুধবার পর্যন্ত এলএনজির দাম ৬০ ডলারে গিয়ে ঠেকেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর এলএনজির এটিই সর্বোচ্চ দাম।

এদিকে জ্বালানি সংকট নিরসনে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে সরকার। অপরদিকে ভর্তুকি কমাতে বাড়ানো হয়েছে তেলের দাম। এমতাবস্থায় আপাতত উচ্চমূল্যে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা বন্ধ রাখা হয়েছে। গত দুই মাসে স্পট মার্কেটে এলএনজির জন্য কোনো এলসিও করা হয়নি।

এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, আপাতত স্পট মার্কেট থেকে এলএনজি কেনার কোনো পরিকল্পনা নেই। আমরা দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ১৫ ডলারে যে প্রতি এমএমবিটিইউ পাচ্ছি, সেটাই অব্যাহত থাকছে।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন ছাড়লো আরও এক শস্যবাহী জাহাজ
পরবর্তী নিবন্ধমূল্যস্ফীতি রেকর্ড হলেও বাংলাদেশে খাদ্য ঘাটতি নেই: বিশ্বব্যাংক