
নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক শনিবার (৩ সেপ্টেম্বর) সৌদি আরবের জেদ্দার এক হোটেলে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান, মিফতাহ উদ্দিন, সিআইপি ফোরাম জেদ্দার সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার সভাপতি মো. ইসমাইল হোসেন ও মো. আক্কাস মিয়া, এফসিএমএ প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক ও ব্যবসায়িক নেতাসহ জেদ্দার বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন