মট্রেোরলেরে ভাড়ার র্পূণাঙ্গ তালকিা প্রকাশ করলো ডটিসিএি

নিজস্ব প্রতিবেদক : আগামী ডসিম্বেরে উত্তরা থকেে আগারগাঁও রুটে চালু হচ্ছে দশেরে প্রথম মট্রেোরলে। এখন শুধুই অপক্ষো। দনি যতই ঘনয়িে আসছ,ে মানুষরে মনে প্রশ্ন উঁকি দচ্ছি,ে এই ট্রনেে ভাড়া কমেন হব?ে বৃহস্পতবিার ঢাকা যানবাহন সমন্বয় র্কতৃপক্ষ (ডটিসিএি)-এর এক বজ্ঞিপ্ততিে এই ভাড়ার র্পূণাঙ্গ তালকিা প্রকাশ করা হয়ছে।ে

তালকিায় মট্রেোরলেরে এক স্টশেন থকেে আরকে স্টশেনে যতেে কত ভাড়া লাগবে সটেি উল্লখে করা হয়ছে।ে

উত্তরা র্নথ স্টশেন (দয়িাবাড়)ি থকেে আগারগাঁও স্টশেনরে ভাড়া হবে ৬০ টাকা। এই দুই স্টশেনরে মাঝে আরও সাতটি স্টশেন রয়ছে।ে

উত্তরা র্নথ স্টশেন থকেে উত্তরা সন্টোর ও উত্তরা সাউথ স্টশেনরে ভাড়া ২০ টাকা নর্ধিারণ করা হয়ছে।ে প্রথম স্টশেন (উত্তরা র্নথ) থকেে পল্লবী ও মরিপুর-১১ স্টশেনরে ভাড়া ৩০ টাকা। একই স্টশেন থকেে মরিপুর-১০ ও কাজীপাড়া স্টশেনরে ভাড়া ৪০ টাকা এবং শওেড়াপাড়া স্টশেনরে ভাড়া ৫০ টাকা নর্ধিারণ করছেে র্কতৃপক্ষ।

১৩
১২
মরিপুররে পল্লবী স্টশেন থকেে মরিপুর-১১, মরিপুর-১০ ও কাজীপাড়া স্টশেনরে ভাড়া ২০ টাকা। পল্লবী থকেে শওেড়াপাড়া ও আগারগাঁও স্টশেনরে ভাড়া ৩০ টাকা। মরিপুর-১০ নম্বর থকেে র্ফামগটে ৩০ টাকা ও কারওয়ান বাজার স্টশেনে ভাড়া লাগবে ৪০ টাকা। মরিপুর–১০ স্টশেন থকেে শাহবাগ ও ঢাকা বশ্বিবদ্যিালয়রে ভাড়া ৫০ টাকা। মরিপুর-১০ থকেে সচবিালয় ও মতঝিলি স্টশেনে যতেে ৬০ টাকা লাগব।ে কমলাপুর স্টশেনে যতেে বাড়তি ১০ টাকা র্অথাৎ ৭০ টাকা ভাড়া পরশিোধ করতে হব।ে

প্রকাশতি ভাড়ার তালকিা অনুযায়ী, এক স্টশেন থকেে আরকে স্টশেনরে ভাড়া র্সবনম্নি ২০ টাকা। সে অনুযায়ী, র্ফামগটে থকেে উঠে কারওয়ান বাজারে নামলওে ২০ টাকা ভাড়া দতিে হব।ে একই ভাড়া দয়িে শাহবাগ ও ঢাকা বশ্বিবদ্যিালয় স্টশেন র্পযন্ত যাওয়া যাব।ে র্ফামগটে থকেে সচবিালয় ও মতঝিলি স্টশেনরে ভাড়া ৩০ এবং কমলাপুররে ৪০ টাকা পড়ব।ে

বজ্ঞিপতিে বলা হয়ছে,ে কলিোমটিার প্রতি ভাড়া পাঁচ টাকা নর্ধিারণ করা হয়ছে।ে তবে র্সবনম্নি ভাড়া থাকছে ২০ টাকা। র্সবোচ্চ ভাড়া ১০০ টাকা, উত্তরা র্নথ স্টশেন থকেে কমলাপুর র্পযন্ত। যুদ্ধাহত মুক্তযিোদ্ধারা বনিা ভাড়ায় যাতায়াতরে সুযোগ পাবনে।

পূর্ববর্তী নিবন্ধকুষ্টিয়া ও রাজধানীর মান্ডা এলাকার গ্রাহকদের সুখবর দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধ‘মেড ইন বাংলাদেশ উইক’ ১২ নভেম্বর থেকে