নিজস্ব প্রতিবেদক : মোবাইলে আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা ‘উপায়’ এর সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।
সম্প্রতি মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ জামান এবং উপায়-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রেজাউল হোসেন চুক্তিতে সই করেন।
চুক্তি সইয়ের ফলে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে মিডল্যান্ড অনলাইনের (মোবাইল অ্যাপ) মাধ্যমে উপায়-এ তাৎক্ষণিক টাকা স্থানান্তরের সুবিধা পাবেন। এছাড়া ভবিষ্যতে গ্রাহকরা উপায় থেকে তাদের মিডল্যান্ড ব্যাংক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর এবং রেমিট্যান্স স্থানান্তরের সুবিধাও পাবেন।
অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের সিটিও এবং হেড অব আইটি নাজমুল হুদা সরকার, হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন মো. রাশেদ আক্তার, হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান এবং উপায়-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার সৈয়দ মো. এনামুল কবির, চিফ সেলস অ্যান্ড সার্ভিস অফিসার ইমন কল্যাণ দত্ত, চিফ স্ট্র্যাটেজি অফিসার জিয়াউর রহমান এবং উপ-পরিচালক আবু শাহেদ শামস আজাদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।