সাকিবের মোনার্ক মার্টের চিফ কমার্শিয়াল অফিসার হলেন আনজির হোসেন

বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) হিসেবে যোগ দিয়েছেন সায়ন এম. আনজির হোসেন। মোনার্ক মার্টে যোগদানের পূর্বে তিনি কর্মরত ছিলেন ফুডপান্ডা বাংলাদেশ-এর লিড সেলস অপারেশনে। উল্লেখ্য, দারাজ বাংলাদেশের ক্যাটাগরি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও দেশের ই-কমার্স, ফিন-টেক এবং ডিজিটাল হেলথ সেক্টরে সাফল্যের সাথে দীর্ঘ এক যুগের বেশী সময় ধরে কাজ করেছেন জনাব আনজির হোসেন। মোনার্ক মার্টে যোগদানের ব্যাপারে তিনি বলেন, “মানসম্মত পণ্যের পাশাপাশি সর্বোচ্চ মানের গ্রাহক সেবা প্রদানের সংকল্পে মোনার্ক মার্ট প্রতিষ্ঠিত হয়। মোনার্ক মার্টকে বাংলাদেশের নির্ভরযোগ্য ও শীর্ষস্থানীয় ই-কমার্স হিসেবে গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। বর্তমানে বাংলাদেশের ই-কমার্সের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে মোনার্ক মার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।” আনজির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। ক্যারিয়ারের শুরু থেকেই ইকমার্স ইকোসিস্টেম এবং দক্ষ জনবল উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধরপ্তানিতে হালাল মাংসসহ ৪৩ পণ্য পাবে নগদ সহায়তা
পরবর্তী নিবন্ধ১ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড শেয়ারবাজারে