সাজেদা চৌধুরীর আসনে উপ-নির্বাচন ৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রয়াত নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ শূন্য আসনের উপ-নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

অষ্টম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিল শেষ সময় ১০ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।

রিটার্নিং হিসেবে নিয়োগ করা হয়েছে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে। পুরো নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

গত ১৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম স্বাক্ষরিত আসন শূন্য ঘোষণার গেজেটে উল্লেখ করা হয়েছে- বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ২৭ ভাদ্র ১৪২৯/১১ সেপ্টেম্বর ২০২২ তারিখ অপরাহ্ণে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ২১২ ফরিদপুর-২ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজাইকা থেকে ৬০ কোটি ডলার পাওয়ার আশা পরিকল্পনামন্ত্রীর
পরবর্তী নিবন্ধসপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন কমেছে