আটদিন বন্ধ থাকবে হিলি বন্দরের আমদানি-রপ্তানি

দিনাজপুর প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি নিয়ে টানা ৮ দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি। এছাড়াও বন্ধ থাকবে বন্দরের সকল কার্যক্রম।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানিয়োছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়োজিদ হোসেন।

তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবং সাপ্তাহিক ছুটি সহ আগামিকাল ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৭ অক্টোবর শুক্রবার পর্যন্ত এই বন্দরে ভারত থেকে সকল প্রকর আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এছাড়াও বন্দর অভ্যন্তরীণ কার্যক্রমও বন্ধ থাকবে।

৮ দিন বন্ধের পর আগামি ৮ অক্টোবর শনিবার থেকে পুনরায় বন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধনভেম্বরে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধপুঁজিবাজারের উন্নয়নে কাজ করবে বিএমবিএ-বিআইসিএম