আন্তর্জাতিক ডেস্ক : ভারত কয়লা আমদানি বাড়ানোর কথা ভাবছে। এমনটাই জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী রাজ কুমার সিংহ। কারণ, আগস্টের মাঝামাঝি থেকে দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোয় কয়লার মজুত প্রায় ১১ শতাংশ কমে গেছে, যা সরবরাহ উদ্বেগ সৃষ্টি করেছে।
ব্লুমবার্গের বরাতে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভারতের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী রাজ কুমার সিংহ জানান, বিদেশ থেকে কেনাকাটা রোধে দীর্ঘমেয়াদি নীতি থাকা সত্ত্বেও সরবরাহ উদ্বেগের কারণে ভারত কয়লা আমদানি বাড়াতে পারে।
তিনি বলেন, ‘আমরা গুরুতর পরিস্থিতি নিয়ে ভাবছি।’
প্রসঙ্গত, ভারতের প্রায় ৭৫ শতাংশ বিদ্যুৎকেন্দ্র কয়লাচালিত। গেল মাসের মাঝামাঝি থেকে দেশটিতে কয়লার মজুত প্রায় ১১ শতাংশ কমে গেছে। মজুত কয়লা দিয়ে মাত্র ১০ দিনের চাহিদা পূরণ সম্ভব। যেখানে ৩ সপ্তাহের বেশি সময়ের জন্য কয়লা মজুত থাকতে হয়।
এ বিষয়ে কুমার সিংহ বলেন, বিদ্যুৎকেন্দ্রগুলোকে পর্যাপ্ত মজুত রাখার এবং প্রয়োজনে কয়লা আমদানির আহ্বান করা হয়েছিল।
গত মাসে কনসালটেন্সিস কোলমিন্ট ও কেপলার তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শুধু জুনেই ভারত রেকর্ড পরিমাণ কয়লা আমদানি করেছে। যার পরিমাণ ২৫ মিলিয়ন টন। এটি গত বছরের একই সময়ের তুলনায় এক-তৃতীয়াংশ বেশি।
এদিকে ভারতভিত্তিক ব্যবসা আই-এনার্জি বলছে, ভারতে তাপীয় কয়লার আমদানি ৪০ শতাংশ বেড়েছে। সেই সঙ্গে কোকিং কয়লার আমদানি এ বছর ২৩ শতাংশ বেড়েছে। সামগ্রিকভাবে, জানুয়ারি থেকে জুনের মধ্যে কয়লা আমদানির পরিমাণ ছিল ১১৯ দশমিক ৫ মিলিয়ন টন, যা ২০১৯ সালের একই সময়ের তুলনায় মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ কম।
এছাড়া রাজ্যচালিত কোল ইন্ডিয়া ঘাটতি কাটাতে জুনে প্রথমবারের মতো কমপক্ষে ১২ মিলিয়ন টন জীবাশ্ম জ্বালানি আমদানির টেন্ডার আহ্বান করেছে। ভারতের পাওয়ার মেজর এনটিপিসিও সিবোর্ন বাজার থেকে কয়লা কেনা বাড়িয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।