প্রাইম ব্যাংকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : প্রাইম ব্যাংকের এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশন এবং ব্রাঞ্চেস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, চট্টগ্রাম অঞ্চল-২ এর যৌথ উদ্যোগে সম্প্রতি কুমিল্লা শহরের স্থানীয় একটি কনফারেন্স হলে ‘এএমএল অ্যান্ড সিএফটি কমপ্লায়েন্স’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও উপ-প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. ইকবাল হোসেন এবং স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্রাঞ্চেস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, চট্টগ্রাম অঞ্চল-২ এর প্রধান মো. মাসুদ আলম।

প্রাইম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চল-২ এর ১২টি শাখার শাখা প্রধান, অপারেশন ম্যানেজারসহ মোট ৮১ জন কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে মোট চারটি সেশনে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়। প্রশিক্ষণ কর্মসূচি শেষে প্রশ্নোত্তর পর্ব এবং মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধপঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
পরবর্তী নিবন্ধজনতা ব্যাংকের নোয়াখালী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত