নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশে প্রথম প্রতিনিধি অফিস চালু করছে জার্মানির ডয়েচে ব্যাংক। এর মাধ্যমে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ১৫টি বাজারে বিস্তৃত হবে এ ব্যাংকের কার্যক্রম।
ডয়েচে ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে এই প্রতিনিধি অফিস চালু হাওয়ার সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি ব্যাংকটি।
এতে আরও বলা হয়েছে, এ প্রতিনিধি অফিসটি বহুজাতিক কর্পোরেট ক্লায়েন্টদের, প্রধানত বাংলাদেশে রপ্তানিকারকদের বিষয়ে বিশেষ গুরুত্ব দেবে।
বাংলাদেশে ব্যাংকটির ব্যবসাকে নেতৃত্ব দেওয়ার জন্য সৈয়দ নওশাদ জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। সৈয়দ নওশাদ জামানের আগে বাংলাদেশে কমার্সব্যাংক প্রতিনিধি অফিসের ডেপুটি হেড (উপ-প্রধান) হিসেবে কর্মরত ছিলেন।
বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, ইউরোপে জার্মানি হলো বাংলাদেশের বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। আর বিশ্বে এটি দ্বিতীয় বৃহত্তম। বাংলাদেশে জার্মানি থেকে রপ্তানি গত ২৫ বছরে তিন গুণ বেড়েছে।