নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংকের ঘোষিত বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রোববার (১১ সেপ্টেম্বর) রূপালী ব্যাংককে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বিএসইসি।
চলতি বছরের গত ২৮ এপ্রিল রূপালী ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। তবে ব্যাংকটির ঘোষিত বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণার প্রস্তাবটি বাতিল করে বিএসইসি। বিএসইসির আপত্তির কারণে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বোনাস লভ্যাংশ পরিবর্তন করে নগদ লভ্যাংশে রূপান্তর করা হয়।
পরবর্তীতে শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ বিতরণ করে ব্যাংকটি। কিন্তু এখন সেই নগদ লভ্যাংশ বাতিল করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে লভ্যাংশ ঘোষণা নিয়ে এখন বিপাকে পড়েছে ব্যাংকটি। এ অবস্থায় বিএসইসি নতুন করে নগদ লভ্যাংশ দেওয়ার পরিবর্তে বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে।