পঞ্চগড় প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা, পবিত্র ইদ-ই মিলাদুন্নবী এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১০দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, এসময় ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে স্থলবন্দরটির আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।
কুদরত-ই-খুদা বলেন, সাপ্তাহিক ছুটি, দুর্গোৎসব এবং আগামী ৯ অক্টোবরের পবিত্র ইদ-ই মিলাদুন্নবীকে কেন্দ্র করে বন্ধ থাকবে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কর্যক্রম। ভারতের ফুলবাড়ি ইমপোর্ট এক্সপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপ যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ১০ অক্টোবর থেকে যথারীতি চালু হবে বন্দরের কার্যক্রম।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, এই সময় ইমিগ্রেশন দিয়ে দুই দেশের যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।