৬ বছরের মধ্যে ব্রিটিশ পাউন্ডের সর্বোচ্চ দর পতন

আন্তর্জাতিক ডেস্ক : দিন যত যাচ্ছে যুক্তরাজ্যের অর্থনীতি নিয়ে শঙ্কা তত বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই আগস্টে মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দর কমেছে চার দশমিক ছয় শতাংশ, যা মাসিকভিত্তিতে ২০১৬ সালের পর সর্বোচ্চ। ২০১৬ সালের অক্টোবরে ডলারের বিপরীতে বড় পতন দেখেছিল ব্রিটিশ মুদ্রাটি। বর্তমানে এক পাউন্ডের বিপরীতে মার্কিন এক দশমিক ১৬ ডলার পাওয়া যায়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্লেষকরা জানিয়েছে, অর্থনৈতিক স্থবিরতার কারণে মুদ্রার পতন হয়েছে। মূলত দেশটির ব্যবসায়ী ও ভোক্তারা ব্যাপক মূল্যবৃদ্ধির সম্মুখীন। জ্বালানির মূল্য বাড়ায় সব কিছুর ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

এদিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক পূর্বাভাসে জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে মন্দায় প্রবেশ করবে যুক্তরাজ্য।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের আগস্টে শুধু ডলারের ক্ষেত্রেই নয়, ইউরোর বিপরীতেও খারাপ অবস্থানে ছিল ব্রিটিশ পাউন্ড।

ইনভেস্টেকের সিনিয়র ইনভেস্টমেন্ট ডিরেক্টর লরা ল্যাম্বি বলেন, আমাদের অর্থনৈতিক সম্ভাবনা বাকি বিশ্বের তুলনায় বিশেষ ভালো দেখাচ্ছে না।

তিনি বলেন, বাজারে অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা যাচ্ছে। তাছাড়া বিনিয়োগ ব্যাংক গোল্ড ম্যান শ্যাস সতর্ক করে জানিয়েছে, ২০২৪ সাল পর্যন্ত মন্দার মধ্যে থাকতে পারে যুক্তরাজ্য।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘদিন পড়ে থাকা ৩৮৫ কনটেইনার পণ্য ধ্বংস করবে কাস্টমস
পরবর্তী নিবন্ধচড়া সবজির বাজার, কাঁচামরিচ ৪০ টাকা