নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার ওজোপাডিকো এবং ঢাকার মান্ডা এলাকার বিদ্যুৎ বিতরণ এলাকার বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তিনি নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, কুষ্টিয়াতে একটি উপকেন্দ্রের ক্ষমতা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। একইসঙ্গে ডিপিডিসি এলাকায় একটি সাব-স্টেশন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে।
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কুষ্টিয়ার মজমপুর উপকেন্দ্রের ক্যাপাসিটি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, উপকেন্দ্রটি গত ৩ সেপ্টেম্বরে সফলভাবে লোড প্রদান করা হয়। এটি চালু হওয়ায় কুষ্টিয়া শহরে গ্রাহক সেবার মান যেমন বাড়বে, তেমনি ওজোপাডিকো’র সিস্টেম লস আরও কমবে এবং রাজস্ব আদায় বৃদ্ধি পাবে।
এদিকে আরেক স্ট্যাটাসে নসরুল হামিদ জানান, ডিপিডিসি’র আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালী করার লক্ষ্যে জিটুজি প্রকল্পের আওতায় মান্ডা (গ্রিন পদ্মা) ৩৩/১১ কেভি উপকেন্দ্র এবং অপারেশন বিল্ডিং-এর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। উপকেন্দ্রটি চালু হলে মান্ডা ও মুগদাপাড়া সহ পার্শ্ববর্তী এলাকায় নিরবচ্ছিন্ন, মানসম্পন্ন বিদ্যুৎ নিশ্চিত করা সহজ হবে।