নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম অপরিবর্তীত রয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৬৪.০০ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৬.৭২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৯.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৫.৬৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৩১টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত আছে ১৬৬টির। এদিন ডিএসইতে ১ হাজার ৬৬৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১৪২ কোটি টাকা কম।
অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ১৩.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৫৯৪.১৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ২৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৩৪৪.৮৬ পয়েন্টে এবং সিএসআই সূচক ০.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৮.৪৬ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৬১টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৯৬টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত আছে ১০৭টির। দিন শেষে সিএসইতে ৯৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৭ কোটি টাকা কম।