মুম্বাই ফ্যাব শোতে বিকেএমইএকে আমন্ত্রণ জানালো ভারত

নিজস্ব প্রতিবেদক : ভারতের বস্ত্র প্রস্তুতকারকদের সংগঠন দ্যা ক্লথিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (সিএমএআই) প্রতিনিধি দল বিকেএমইএ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় তারা ভারতের ফ্যাব শোতে অংশগ্রহণ করতে বিকেএমইএ নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানান।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেএমইএ ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে দেশের নিটওয়্যার খাতের প্রতিনিধিত্ব করেন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এবং সহ-সভাপতি ফজলে শামীম এহসান। অপরপক্ষে ছিলেন সিএমএআই’র চিফ মেন্টর রাহুল মেহতা এবং জেনারেল সেক্রেটারি ও সিএমএআই ফ্যাব শোর উপ কমিটির চেয়ারম্যান নাভিন সাইনানি।

সৌজন্য সাক্ষাতে ভারত-বাংলাদেশের তৈরি পোশাক খাত বিশেষ করে নিটওয়্যার খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশের পোশাক খাত সংশ্লিষ্ট সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে যৌথ দর কষাকষির মাধ্যমে বায়ারদের কাছ থেকে পণ্যের ন্যায্য মূল্য আদায়ে কীভাবে একসঙ্গে কাজ করা যায় সে বিষয়েও নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

একই সঙ্গে আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য ‘ফেব্রিক্স এক্সেসরিজ অ্যান্ড বিয়ন্ড-দ্যা সিএমএআই ফ্যাব শো’ তে বিকেএমইএর অংশগ্রহণের আমন্ত্রণ জানান ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধগাজী মাজহারুল আনোয়ার আর নেই
পরবর্তী নিবন্ধবঙ্গমাতা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী