পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড় প্রতিনিধি : উত্তরে হিমালয় কাছ হওয়ায় পঞ্চগড়ে বরাবরই শীতের প্রকোপ বেশি থাকে। শীতকালের অধিকাংশ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিক এ জেলায়। এবারও কমতে শুরু করেছে তাপমাত্রা।

রোববার (৩০ অক্টোবর) সকালে জেলার তেঁতুলিয়ায় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে এ মৌসুমের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিকে, তাপমাত্রা কমলেও এখনো জেঁকে বসেনি শীত। গত কয়েকদিনের তুলনায় কুয়াশার পরিমাণ কমে গিয়ে সকালেই দেখা মিলছে সূর্যের। তবে রাতভর উত্তরের হিমেল বাতাসে শীত অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, হিমালয় কন্যাখ্যাত এ জেলায় প্রতি বছর আগে ভাগেই শীত শুরু হয়। এখানে শীত বিদায় নেয় সবার শেষে। এ বছরও তাপমাত্রা কমতে শুরু করেছে। দিন যতো গড়াবে এ জেলায় ততো কমতে থাকবে তাপমাত্রা।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ ইসলামী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ব্যাংকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন