নিজস্ব প্রতিবেদক : কর্মক্ষেত্রে কর্মকর্তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার অংশ হিসেবে মহড়া করেছে ব্র্যাক ব্যাংক। ঢাকায় প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপণ ও জরুরি অবস্থায় দ্রুত ভবন ত্যাগের প্রশিক্ষণ দিতে সম্প্রতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় এ মহড়ার আয়োজন করা হয়।
মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ব্যাংক কর্মকর্তাদেরকে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার, প্রাথমিক চিকিৎসা, আগুন নিয়ন্ত্রণ ও সুরক্ষার উত্তম পদ্ধতি সম্পর্কে জানান।
এ কার্যক্রমের বিষয়ে ব্র্যাক ব্যাংকের হেড অব জেনারেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তুষার কান্তি চাকমা বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের কর্মকর্তারাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। সেজন্য তাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়গুলো সবসময়ই অগ্রাধিকার পায়।
‘কর্মক্ষেত্রে আমাদের কর্মকর্তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সতর্ক থাকি। আমাদের বিশ্বাস, এ ধরনের মহড়া সংকটের সময়ে জীবন বাঁচাতে সহায়তা করে। তাই আমরা নিয়মিত সারা দেশজুড়ে আমাদের সব কার্যালয়ে ফায়ার ড্রিল পরিচালনা করি।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্য ২০০১ সালে যাত্রা শুরু করে ব্র্যাক ব্যাংক। এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী ব্যাংক এটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্র্যাক ব্যাংক প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৩৭৩টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট কার্যালয়, ৮০০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ও আট হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে করপোরেট ও রিটেইল সেগমেন্টেও সেবা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক।
বর্তমানে ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে সব প্রধান মাপকাঠিতে ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে।
তের লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক গত ২০ বছরে দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিংখাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এ ব্যাংক।