নিজস্ব প্রতিবেদক : দুর্গাপূজা উপলক্ষে ছয় প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে তাদের ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ আগামী ৫ অক্টোবর (বুধবার) পর্যন্ত বাড়িয়েছে সরকার।
সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মাহিমা এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, মাশফি অ্যান্ড ব্রাদার্স, কে.বি এন্টারপ্রাইজ, সিগোল্ড এক্সপোর্ট ইন্টারন্যাশনাল, জনতা ফিস অ্যান্ড ফিস বাজারের ভারতে ইলিশ রপ্তানির অনুমতিপত্রের আগের শর্ত অপরিবর্তিত রেখে ৫ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হলো।
গত ৫ সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানি শুরু হয় এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানির অনুমোদন ছিল।
মোট ৪৯টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয় আরও ৮টি প্রতিষ্ঠানকে নতুন করে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে এবং রপ্তানির সময়সীমা ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।