নিজস্ব প্রতিবেদক: ব্র্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে ভিসতা অ্যান্ড্রয়েড টিভি কিনলে পাওয়া যাবে ২৫ শতাংশ ছাড়। এ সুযোগ চেলতি বছরের ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে এখন থেকে ৩১ অক্টোবরের মধ্যে পাওয়া যাবে ২০ শতাংশ ছাড়। রয়েছে জিরো ইন্টারেস্টে তিন মাসের ইএমআই সুবিধা। সোমবার এ বিষয়ে ব্র্যাক ব্যাংক এবং ভিসতা ইলেকট্রন্কিস এর মধ্যে একটি চুক্তি হয়েছে। ভিসতার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ব্র্যাক ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন হেড অব রিটেইল ব্যাংকিং মাহিউল ইসলাম। সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিসতা পরিচালক উদয় হাকিম, ব্র্র্যাক ব্যাংকের হেড অব মার্চেন্ট এ্যাকুইরিং খায়রুদ্দিন আহমেদ, হেড অব এ্যালায়েন্স আশরাফুল আলম, হেড অব কম্যুনিকেশন একরাম কবির, ম্যানেজার (এলায়েন্স) রুবায়েদ আহমেদ হাজারী, ভিসতার কর্মকর্তা রাকিব, রাকিব ভূঁইয়া, সামসুল আরেফিন প্রমূখ।
এই চুক্তির আওতায় গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের যে কোনো ক্রেডিট কার্ড ব্যাবহার করে ভিসতা অ্যান্ড্রয়েড টিভি কিনলে ৩১ অক্টোবর পর্যন্ত ২০ শতাংশ ছাড় পাবেন। ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাবে ২৫ শতাংশ ছাড়। এছাড়া এয়ারকন্ডিশনারে ছাড় পাবেন ১০ শতাংশ। ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের জন্য থাকছে জিরো পারসেন্ট ইন্টারেস্টে ৩ মাসের ইএমআই সুবিধা। বিশ্বকাপ ক্রিকেট এবং বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ক্রেতাদের জন্য এসব সুবিধা
দিচ্ছে ভিসতা। বিশেষ করে বড় পর্দার টেলিভিশনের প্রতি ক্রেতাদের আকৃষ্ট করতেই ভিসতার এই অফার। ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েব সাইট িি.িারংঃধনধহমষধফবংয.পড়স থেকে ক্রেতারা ভিসতা টিভি কিনতে পারবেন। ভিসতা পরিচালক উদয় হাকিম জানান, বাংলাদেশের বাজারে বিশ্বের শীর্ষমানের অ্যান্ড্রয়েড টিভি উৎপাাদন এবং বাজারজাত করছে ভিসতা। যে দাম দিয়ে ক্রেতারা ব্যাসিক টিভি বা স্মার্ট টিভি কিনছেন, ভিসতা সেই একইমূল্যে গুগল সার্টিফায়েড জেনুইন অ্যান্ড্রয়েড-১১ টিভি দিচ্ছে। ভিসতার শ্লোগান- এক্সেলেন্স ইন টেকনোলজি। উচ্চমানের পণ্য দিয়ে ভিসতা গ্রাহকদের মন জয় করতে বদ্ধপরিকর। উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতে ভিসতার যাত্রা শুরু। ভিসতা শব্দের অর্থ দূরদর্শী। এর ভাবার্থ সাফল্যের সিঁড়ি। গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে ভিসতা ইলেকট্রনিক্স কারখানা স্থাপন করেছে। সেখানে উচ্চমানের অ্যান্ড্রয়েড ও বিভিন্ন ধরনের টিভি উৎপাদন করা হয়। এরইমধ্যে হোম অ্যাপ্লায়েন্স ও এসি উৎপাদন কারখানা তৈরির পরিকল্পনা করেছে ভিসতা। এরপর স্মার্ট রেফ্রিজারেটর উৎপাদনে যাবে তারা। এছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টর, বিভিন্ন ধরনের মনিটর, ভিডিও ওয়াল, ডিজিটাল সাইনেজ, ডিজিটাল হোয়াইট বোর্ড, রাউটার, ল্যাপটপ, স্মার্ট মিরর, মেডিকেল ডিসপ্লে, ভিজারএফ এসি, এসেক্সরিজসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করতে যাচ্ছে ভিসতা।