নিজস্ব প্রতিবেদক : বুধবার দুই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হওয়ার পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেনের গতি কিছুটা বেড়েছে। তবে লেনদেন বাড়লেও কমেছে মূল্যসূচক।
এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচক কমলেও লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে, কমেছে তারচেয়ে কম।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম কমেছে তারচেয়ে বেশি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। এরপরও কমেছে মূল্যসূচক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দাম কমার তুলনায় দাম বাড়ার তালিকায় বেশি সংখ্যক প্রতিষ্ঠান স্থান করে নিলেও আগের দিনের মতো দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে লেনদেন শুরু হওয়ায় শেয়ারবাজার খুলতেই ডিএসই’র প্রধান সূচক প্রায় ১০ পয়েন্ট বেড়ে যায়। মাঝে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা বাড়লেও শেষদিকে সূচকের পতন হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে ১০১টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৯৩টির। আর ১৭৫টির দাম অপরবর্তিত রয়েছে। এতে ডিএসই’র প্রধান সূচক ডিএসই-এক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৬ হাজার ৪৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ২ হাজার ৩০৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে বৃহস্পতিবার দিনভর লেনদেন হয়েছে ১ হাজার ৪১০ কোটি ৯২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৯৯৪ কোটি ১১ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৪১৬ কোটি ৮১ লাখ টাকা।
ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার। কোম্পানিটির ১২৪ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৯২ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ৯২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সি পার্ল বিচ রিসোর্ট, ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, বাংলাদেশ শিপিং করপোরেশন, পেপার প্রসেসিং, ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস এবং বাংলাদেশ মনোস্পুল পেপার প্রসেসিং।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৭টির এবং ১১৮টির দাম অপরিবর্তিত রয়েছে।