শেয়ারবাজারে পতন ধারা অব্যাহত থাকলেও সূচকের উত্থান

নিজস্ব প্রতিবেদক : বেশ কিছুদিন ধরেই শেয়ারবাজারে পতন ধারা অব্যাহত থাকলেও মঙ্গলবার (২৫ অক্টোবর) সূচক কিছুটা বেড়েছে। আগের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কারিগরি ত্রুটির কারণে লেনদেন তলানিতে নেমে গেলেও আজ তা বেড়েছে। তবে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯০ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ২৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৫৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ২১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৪৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৬২৩ কোটি ৫০ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৪ কোটি ৭৬ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ১৭৯ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৫৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৩০৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২০৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত আছে ১২৮টির। দিন শেষে সিএসইতে ২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে ৪০-৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে নেপাল