সমৃদ্ধির ২৩ বছর উদযাপন প্রিমিয়ার ব্যাংকের

নিউজ ডেস্ক : সমৃদ্ধির পথে সফলতার সঙ্গে এগিয়ে চলার ২৩ বছরে প্রিমিয়ার ব্যাংক। বিভিন্ন অর্থনৈতিক খাত এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি দেশের জনমানুষের আস্থাও অর্জন করেছে ব্যাংকটি।

বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমৃদ্ধির পথে সফলতার সঙ্গে এগিয়ে চলার ২৩ বছর উদযাপন করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

কেক কেটে ২৩ বছর উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচবিএম ইকবাল।

পরে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য বিএইচ হারুন (এমপি), এম ইমরান ইকবাল, জামাল জি আহমেদ, নাহিয়ান হারুন, স্বতন্ত্র পরিচালক নব গোপাল বণিক, কায়জার এ চৌধুরী, ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলীসহ আরও অনেকে।

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচবিএম ইকবাল এ উপলক্ষে বলেন, ‘শুরুটা হয়েছিল সেই ১৯৯৯ সালে। তারপর থেকে আমরা মানুষের বিশ্বাস, আস্থা ও ভালোবাসায় আজকের অবস্থানে এসেছি।’

‘আমাদের ব্যাংক দেশের বিভিন্ন খাতে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সমৃদ্ধিময় উন্নয়নে আমাদের গ্রাহক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক, নিয়ন্ত্রণকারী সংস্থা এবং গণমাধ্যমের সাহায্য, নির্দেশনা ও ভালোবাসা ছাড়া আমরা আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না।’

প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্যের জন্যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকেও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধশেয়ার কিনবে ওয়ান ব্যাংকের কর্পোরেট পরিচালক
পরবর্তী নিবন্ধডুয়েল লিস্টিংয়ে বিএসইসি’র সঙ্গে আমিরাতের এসসিএ’র সমঝোতা