৩ মাসে যাত্রী পরিবহনে রেকর্ড, বিমানের আয় ১৫৬৩ কোটি টাকা

নিউজ ডেস্ক : গত তিন মাসে যাত্রী পরিবহন ও রাজস্ব আয়ে রেকর্ড করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও যাহিদ হোসেন।

বৃহস্পতিবার বলাকা ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

যাহিদ হোসেন বলেন, আঞ্চলিক এয়ারলাইনসগুলোর মধ্যে সেবার মানের দিক থেকে সবার ওপরে আছে বিমান। গত তিন মাসে রেকর্ড বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৮ লাখ ৮০ হাজার ৪০ জন যাত্রী পরিবহন করেছে। শুধু তাই নয়, রাজস্ব আয়ের দিক থেকেও তা রেকর্ড ছাড়িয়েছে। এই তিন মাসে এক হাজার ৫৬৩ কোটি টাকা রাজস্ব আয় করেছে বিমান।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস বছরে তিন মিলিয়ন যাত্রী নেওয়ার লক্ষ্যে কাজ করছে। যদি আমরা তিন মিলিয়ন যাত্রীসেবা নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের রাজস্বও অনেক বেড়ে যাবে। এর আগে বিমান বাংলাদেশ ২ দশমিক ৬ মিলিয়ন যাত্রীসেবা প্রদান করতে সক্ষমতা অর্জন করেছিল।

তিনি আরও বলেন, বিমান বাংলাদেশ যাত্রীসেবা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে সদা প্রস্তুত। যাতে যাত্রীরা নিরাপদে ভ্রমণ করতে পারে। আমরা বর্তমানে লোকবল বৃদ্ধি করছি ৷ এতে বছরে ১৭ হাজার থেকে ২৫ হাজার ফ্লাইট ক্যাপাসিটি আমরা নিশ্চয়তা দিতে পারব।
বিমানের বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে যাহিদ হোসেন বলেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমরা সবসময় সতর্ক। তাছাড়া ফৌজদারি তদন্ত সম্পূর্ণ স্বাধীন। এখানে আদালতে যে রায় আসবে আমরা সে অনুযায়ীই কাজ করব। কেউ আমাদের কাছে এ বিষয়ে তথ্য চাইলে আমরা সহযোগিতা করব। সূত্র : বার্তা ২৪

পূর্ববর্তী নিবন্ধহিলিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
পরবর্তী নিবন্ধশাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৩৯তম সভা