গাজীপুরে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

নিউজ ডেস্ক : গাজীপুরের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় পারভেজ (৩৩) নামে আরও একজন মারা গেছেন।

সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৮৬ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে এই ঘটনায় দুই জন মারা গেলেন। এখনও আলামিন (২৫), আনোয়ার (৩০) ও সিরাজুল ইসলাম নামে তিন জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ অক্টোবর গাজীপুর বড়বাড়ি এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণ হয়। এতে পাঁচ জন দগ্ধ হন।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ বাণিজ্যে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ-নেপাল
পরবর্তী নিবন্ধঢাকায় শুরু হচ্ছে নিরাপদ ও টেকসই অবকাঠামোর আন্তর্জাতিক প্রদর্শনী