দুর্গাপূজায় আখাউড়া স্থলবন্দরে ছুটি ৬ দিন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ৬ দিনের ছুটি ঘোষণো করা হয়েছে।

শনিবার (০১ অক্টোবর) সকাল থেকে বন্দর দিয়ে সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে বন্দর দিয়ে দু’দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে দু’দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ৭ তারিখ থেকে বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হবে। এ সময় উভয় দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি প্রদেশে মাছ, পাথরসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা সংকট কোনভাবেই গ্রহণযোগ্য নয়: জাতিসংঘ সভাপতি
পরবর্তী নিবন্ধএ বছর এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি : শিক্ষামন্ত্রী