প্রিমিয়ার ব্যাংকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক : সমৃদ্ধির পথে সফলতার সঙ্গে এগিয়ে চলার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে সুদৃশ্য কেক কেটে ২৩ বছর উদযাপন উদ্বোধন করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. এইচ.বি.এম. ইকবাল।

উদযান অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য বি এইচ হারুন, এম ইমরান ইকবাল, জামাল জি আহমেদ, নাহিয়ান হারুন, স্বতন্ত্র পরিচালক নব গোপাল বনিক, কায়জার এ চৌধুরী, ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী প্রমুখ।

এ সময় ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ.বি.এম ইকবাল জানান, প্রিমিয়ার ব্যাংক অন্যান্য ব্যাংকের কাছে অনুকরণীয়। ব্যাংকটিকে দেশের অন্যান্য ব্যাংকও অনুসরণ করে। এটি প্রিমিয়ার ব্যাংকের গর্ব। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘শুরুটা হয়েছিল সেই ১৯৯৯ সালে। তারপর থেকে আমরা মানুষের বিশ্বাস, আস্থা ও ভালোবাসায় আজকের অবস্থানে এসেছি। আমাদের ব্যাংক দেশের বিভিন্ন খাতে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’

ডা. ইকবাল বলেন, ‘প্রিমিয়ার ব্যাংক এমন একটি অবস্থান তৈরি করেছে, এখন সবাই এ ব্যাংককে ফলো করে। আজকের এ সফলতার পেছনে ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তাদের অবদান রয়েছে। প্রিমিয়ার ব্যাংক সবসময় কর্মকর্তাদের মূল্যায়ন করে। এর একটা উদহারণ- কোভিডের সময় একজনকেও চাকরি হারাতে হয়নি। বরং নতুন করে আরও নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া কোভিডের সময় বেতন-বোনাস পুরোপুরি দেওয়া হয়েছে।’

চলমান সংকট নিয়ে তিনি বলেন, ‘চলমান সংকট ব্যাংক খাত মোকাবিলা করছে। তবে এ সংকট মোকাবিলায় ব্যাংকগুলো হিসাব করে চলছে। যারা হিসাব করে চলবে তারা এগিয়ে যাবে। আর যারা চলবে না তারা ভুগতে হবে। বিপদ সামনে আসবে এটা মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।’

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. রিয়াজুল করিম বলেন, ‘সমৃদ্ধির এই পথচলা অব্যাহত থাকবে। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড’র সম্পদ ও আমানতের পোর্টফোলিও বর্তমানে যথাক্রমে ৩৮ হাজার ২৮০ কোটি টাকা এবং ২৯ হাজার ১৩০ কোটি টাকা। খেলাপি ঋণের হার বাংলাদেশ ব্যাংকের স্ট্যান্ডার্ড অনুযায়ী খুব ভালো অবস্থানে আছে। যা একটি ঈর্ষণীয় সাফল্য। আশা করছি আগামী পাঁচ বছরের মধ্যে এই ব্যাংকটি সবধরনের সূচকে দেশের শীর্ষ পর্যায়ের একটি ব্যাংক হয়ে উঠবে।

ব্যাংকটির উপদেষ্টা মুহাম্মদ আলী বলেন, ‘বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের নেতৃত্বে বিগত ২৩ বছরে সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে প্রিমিয়ার ব্যাংক উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।’

পূর্ববর্তী নিবন্ধপঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
পরবর্তী নিবন্ধময়মনসিংহে চালু হলো কৃষকের বাজার