
নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে।
আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে রোববার (২৩ অক্টোবর) ফটিকছড়ি শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনলাইনে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।