নিউজ ডেস্ক : বাংলাদেশকে ফাইজারের আরও ৭৮ লাখ করোনার টিকা উপহার দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, যুক্তরাষ্ট্র এখনও পূর্বের মতো বাংলাদেশকে করোনার টিকা সরবরাহ করছে। এবার তারা বাংলাদেশকে ফাইজারের আরও ৭৮ লাখ শিশুদের টিকা অনুদান দিয়েছে। এই টিকার মাধ্যমে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড টিকাদান অব্যাহত রাখা যাবে।
এই ৭৮ লাখ ডোজ টিকাসহ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মোট ৯ কোটি ৫০ লাখ ডোজ টিকা অনুদান দিয়েছে। এই টিকাসহ আন্তর্জাতিক পর্যায় থেকে অনুদান হিসেবে পাওয়া বাংলাদেশের মোট করোনা টিকার পরিমান ৭০ শতাংশেরও বেশি।