আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের জুলাইতে কানাডার অর্থনৈতিক কার্যক্রম অপ্রত্যাশিতভাবে বেড়েছে। যদিও আগস্ট মাসে জিডিপি একই রকম ছিল। খবর রয়টার্সের।
কানাডার পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, জুলাইতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে শূন্য দশমিক এক শতাংশ। যদিও পূর্বাভাসে বলা হয়েছিল একই সময়ে কানাডার প্রবৃদ্ধি শূন্য দশমিক এক শতাংশ কমতে পারে।
দেসজারদিনস গ্রুপের ম্যাক্রো স্ট্র্যাটেজি প্রধান রয়েস মেনড বলেছেন, এই গ্রীষ্মে অর্থনীতি পূর্বাভাসের তুলনায় ভালো ছিল। কিন্তু এখনো আশাব্যঞ্জক নয়।
বিশ্লেষকরা জানিয়েছে, জুলাইতে কিছুটা বাড়া ও আগস্টে ঘাটতির ফলে তৃতীয় প্রান্তিকের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি এক শতাংশে দাঁড়াতে পারে, যা কানাডার কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস দুই শতাংশের চেয়ে অনেক কম।
কানাডিয়ান রেট ও বিএমও ইকোনমিক্সের ম্যাক্রো স্ট্র্যাটিজিস্ট বেঞ্জামিন রেইটজেস বলেন, চলতি বছরের প্রথম ছয় মাসে মূল্যস্ফীতি বেড়ে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ হয়। এতে সুদের হার বাড়াতে থাকে কানাডার কেন্দ্রীয় ব্যাংক। ফলে চাপ বাড়ে অর্থনীতে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক অব কানাডা চলতি মাসের শুরুতে সুদের হার ৭৫ পয়েন্টভিত্তিতে বাড়িয়ে তিন দশমিক ২৫ শতাংশ করেছে। যদিও জুলাই থেকে মূল্যস্ফীতির হার কিছুটা কমতে শুরু করেছে। কিন্তু এখনো ৪০ বছরে মধ্যে সর্বোচ্চ রয়েছে।