নিউজ ডেস্ক : গতকাল ঢাকায় পৌঁছেছেন হকির ম্যারাডোনা খ্যাত শাহবাজ আহমেদ। এসেই মোনার্ক পদ্মার খেলোয়াড়দের সাথে সেরে নিয়েছেন পরিচিতি পর্ব। সন্ধ্যায় টিমের সঙ্গে ডিনারে যোগ দেওয়ার পর, দীর্ঘ ২৫ বছর পূর্বে ঢাকায় খেলার স্মৃতি রোমন্থন করে দলকে উজ্জীবিত করেন তিনি।
পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং মোহামেডান ক্লাবের হয়ে মাঠ কাঁপানো এক সময়ের তারকা খেলোয়ার এবার ঢাকায় এসেছেন ভিন্ন উদ্দেশ্যে। দেশের প্রথম হকি ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টে বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের দল ‘মোনার্ক পদ্মা’য় পরামর্শক হিসেবে ভূমিকা পালন করবেন তিনি। এমনকি আজই পুরো দলের সাথে অনুশীলনের জন্য মাঠে নামার পরিকল্পনা রয়েছে তাঁর। এছাড়াও দলের মূল কোচ হিসেবে দায়িত্ব পালনের জন্য ঢাকায় পৌছেছেন দক্ষিণ কোরিয়া থেকে আগত সিয়ান জিন ইয়ো (Seung Jin Yoo)। তাঁদেরকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান মোনার্ক পদ্মার প্রধান পৃষ্ঠপোষক আবুল খায়ের হিরু।
ঢাকার পল্টনে অবস্থিত একটি হোটেলে চলছে মোনার্ক পদ্মার ক্যাম্প। প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’-এর শিরোপা জয়ের প্রত্যয়ে দলের সঙ্গে কাজ করবেন শাহবাজ আহমেদ।
ছবিতে বাম থেকে ডানে- শহিদুল্লাহ টিটু, ইমরান হোসেন পিন্টু, আবুল খায়ের হিরু, শাহবাজ আহমেদ, সিয়ান জিন ইয়ো, রাসেল মাহমুদ জিমি।