হকির ম্যারাডোনা খ্যাত শাহবাজ খানকে নিয়ে দল গঠন করলো সাকিবের মোনার্ক পদ্মা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে অনুষ্ঠিত হয়ে গেলো ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান। জমকালো অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি দলের খেলোয়ারদের অন্তর্ভুক্তি চূড়ান্ত হয়। এর মধ্যে মোনার্ক পদ্মা চারজন বিদেশী খেলোয়ার সহ ১৮ জনের দল গঠন করে। মোনার্ক পদ্মায় হকির ম্যারাডোনা হিসেবে খ্যাত পাকিস্তান জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক শাহবাজ আহমেদ (সিনিয়র) রয়েছেন দলের উপদেষ্টা হিসেবে। আগামী ২৮শে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া হকির ফ্র্যাঞ্চাইজ লীগে মোনার্ক পদ্মার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দক্ষিন কোরিয়া থেকে আগত সিয়ান জিন ইয়ো (Seung Jin Yoo। এছাড়াও স্থানীয় কোচ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বাংলাদেশী কোচ শহিদুল্লাহ টিটু। তরুণ এই দলটির দলনেতার ভূমিকায় দেখা যাবে বাংলাদেশ হকির পোস্টার বয়, অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি। প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল, ডেপুটি রেজিস্টার সমবায় অধিদপ্তর আবুল খায়ের হিরু, মোনার্ক হোল্ডিংস-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসান, পরিচালক জায়েদ কামাল, উপদেষ্টা ফয়সাল আহসান এবং টিম ম্যানেজার রফিকুল আলমসহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিল্প খাতে গ্যাসের দাম বাড়া‌বে সরকার
পরবর্তী নিবন্ধনিশ্চয়তা দিতে পারি দেশে দুর্ভিক্ষের সুযোগ নেই: কৃষিমন্ত্রী