ঢাবিতে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের গবেষণা অনুদান প্রদান

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আইএফআইসি ব্যাংক প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ডের ‘গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের উদ্যোগে বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও গবেষণা অনুদানের চেক হস্তান্তর করা হয়।

আইএফআইসি ব্যাংক প্রতি বছর ট্রাস্ট ফান্ড থেকে বৃত্তি ও গবেষণার জন্য মেধাবী ও আর্থিকভাবে পিছিয়েপড়া শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য অনুদান দিয়ে থাকে। এই বছর ২৫ জনকে গবেষণার জন্য অনুদান এবং ১৫ জনকে বৃত্তি দেওয়া হয়েছে।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি ও গবেষণা অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও নাট্যজন রামেন্দু মজুমদার, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ-সহ আইএফআইসি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০১২ সালের ১৯ নভেম্বর সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে (সিএসআর) অবদানের অংশ হিসাবে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও শিক্ষকদের গবেষণার জন্য অনুদান দেওয়ার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় এই ট্রাস্ট ফান্ড গঠন করে, যা পর্যায়ক্রমে ১ কোটি টাকায় উন্নীত হয়।

পূর্ববর্তী নিবন্ধ৩১ অক্টোবর থেকে সিলেটে পণ্যবাহী পরিবহন ধর্মঘট
পরবর্তী নিবন্ধআরও ১ বছর চিনি রপ্তানিতে সীমা বেঁধে রাখবে ভারত