ভোজ্য তেলের দাম কেন কমছে না খতিয়ে দেখা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্য তেল নিয়ে কারসাজি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
খুচরা বাজারে ভোজ্য তেলের দাম কেন কমছে না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, “ভোজ্য তেল নিয়ে কারসাজি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “বৈশ্বিক মন্দার কারণে দেশের মানুষের কষ্ট বেড়েছে; মন্দা মোকাবিলায় বর্তমান সরকার প্রস্তুত আছে। এরই মধ্যে বিভিন্ন সরকারি খরচ কমিয়ে আনাসহ খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে, সেই লক্ষ্য নিয়ে কাজও হচ্ছে।”

এ সময় রংপুরের ডিসি আসিব আহসান, এসপি ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরিজার্ভ নেমে গেল ৩৬ বিলিয়ন ডলারের নিচে
পরবর্তী নিবন্ধনিত্যপণ্যের দামে স্বস্তি মিলছে না