ময়মনসিংহে চালু হলো কৃষকের বাজার

নিউজ ডেস্ক : ন্যায্যমূল্য ও বিষমুক্ত শাকসবজি ভোক্তার কাছে পৌছে দেয়ার লক্ষ্যে ময়মনসিংহে চালু হয়েছে কৃষকের বাজার নামে নতুন বাজার। এ বাজারে কৃষক নিজেরই তার পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করছেন।

ময়মনসিংহ নগরীর মাঝ বরাবর বয়ে চলা ব্রহ্মপুত্র নদের পাড়ে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় টাটকা শাকসবজি বেচাকেনা। ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে জমে ওঠে সবজির বাজার।

ময়মনসিংহ কৃষি বিপণন অধিদফতরের উদ্যোগে চালু হওয়া এ বাজারের পণ্য বিক্রি করতে কৃষককে কোনো ধরনের চাঁদা কিংবা জায়গার ভাড়া দিতে হয় না। প্রতিদিন ফসলের ক্ষেত থেকে উৎপাদিত পণ্য কৃষক নিজে বাজারে নিয়ে আসেন। এতে তাদের কোনো ধরনের বাড়তি ঝামেলায় পড়তে হয় না।

আরও পড়ুন: বাজারে মিলছে না চিনি, ট্রাকে বিক্রি করছে কোম্পানি

শনিবার (২৯ অক্টোবর) কৃষকের এ বাজার আনুষ্ঠানিক উদ্বোধন করে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এ বাজার পর্যায়ক্রমে ময়মনসিংহের প্রতিটি উপজেলায় চালু করা হবে।

ব্রহ্মপুত্র পাড়ে চালু হওয়া এ কৃষকের বাজার প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত চালু থাকে। যেখানে প্রতিদিন শতাধিক কৃষক তাদের উৎপাদিত পণ্য বিক্রি করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ব্যাংকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধ`গ্রিন প্ল্যাটফর্মে যেতে পারলে রপ্তানি পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলার ছাড়াবে’