নিউজ ডেস্ক : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে একদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি বাণিজ্য। সোমবার (১০ অক্টোবর) সকালে ভারতীয় পণ্যবোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যদিয়েই শুরু হয় আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিং লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন প্রতাপ মল্লিক।
তিনি জানান, রোববার (৯ অক্টোবর) প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্ধ ছিল আমদানি-রফতানিসহ বন্দরে সব কার্যক্রম।
তবে ছুটি শেষে সোমবার সকালে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করলে শুরু হয় পণ্য লোডিং-আনলোডিংসহ বিভিন্ন কার্যক্রম। এতে বন্দর শ্রমিক ও সিএন্ডএফ এজেন্টদের মধ্যে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।