৪ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

সাতক্ষীরা প্রতিনিধি : হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে চার দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। রোববার (০২ অক্টোবর) থেকে বুধবার (০৫ অক্টোবর) পর্যন্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, পূজা উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা ও ভোমরা বন্দরের ব্যবসায়ীদের সিদ্ধান্তে চার দিন বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।

ভোমরা কাস্টমস ও ভ্যাট কার্যালয়ের সহকারী কমিশনার মাইনুল ইসলাম বলেন, বন্দরে সরকারি ছুটি ৫ অক্টোবর পর্যন্ত। এর বাইরে কোনো ছুটি নেই। অফিস খোলা থাকবে। আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রমের জন্য কেউ এলে কাজ করা হবে। তবে ব্যবসায়ীরা কার্যক্রম বন্ধ রাখলে সেখানে আমাদের কোনো করণীয় নেই।

পূর্ববর্তী নিবন্ধদেশেই তৈরি হচ্ছে প্লাস্টিকপণ্যের কাঁচামাল, যাচ্ছে ভারত-নেপালেও
পরবর্তী নিবন্ধবরেণ্য সাংবাদিক তোয়াব খান আর নেই