চট্টগ্রামে আমদানির পর খালাস না নেওয়ায় ৭৩ কনটেইনার পচনশীল পণ্য ধ্বংসের উদ্যোগ

চট্টগ্রাম প্রতিনিধি : আমদানির পর খালাস না নেওয়ায় চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পরে থাকা ৭৩ কনটেইনার পচনশীল ও ব্যবহার অযোগ্য পণ্য ধ্বংস করার উদ্যোগ গ্রহণ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার (১৪ নভেম্বর) ১৫ লটের এসব পণ্য ধ্বংসের কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মুহাম্মদ মাহফুজ আলম।

চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা স্থায়ী আদেশ অনুযায়ী চট্টগ্রাম বন্দরের মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস কমিটি মেয়াদউর্ত্তীর্ন ও খালাস না নেওয়া পচনশীল পণ্য ধ্বংস করার সিদ্ধান্ত গ্রহণ করে। গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৭৩ কনটেইনার পণ্য ধ্বংস করা হবে। ১৫ লটের এসব কনটেইনারে বন্দরের ভেতরে রেফার্ডসহ ড্রাই কনটেইনার আছে ১৫টি। বিভিন্ন অফডকে ড্রাই পণ্যের কনটেইনার আছে ৬১টি। এসব কনটেইনারে ধ্বংসযোগ্য ও বায়োডিগ্রেডেবল (পচনশীল) আদা, সুপারি, খেজুর, জুস, ক্যারোলা বীজ, মাছের খাদ্য, মাছ ইত্যাদি রয়েছে।

আজ থেকে নগরীর হালিশহর আনন্দবাজারে প্রতিদিন ১৫-২০টি কনটেইনারের পণ্য ধ্বংস করা হবে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সব কনটেইনার পরিবেশ সম্মত উপায়ে ধ্বংস করা হবে বলেও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধআখাউড়া বস্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে পাথর আমদানি
পরবর্তী নিবন্ধসেবা করে জনগণের হৃদয় জয় করতে হবে : প্রধানমন্ত্রী