নিউজ ডেস্ক : বৈশ্বিক সংকটে সমবায়ীদের উৎপাদন বাড়ানোর আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে যে সংকট চলছে তা যেন দেশে না হয়, সেজন্য সমবায়ীদের উদ্যোগী হতে হবে।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমবায় দিবস ও সমবায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক গ্রামে নাগরিক সুবিধা পৌঁছে দিতে সরকার কাজ করছে। দেশের সার্বিক উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সকলকে মিতব্যয়ী হতে বলেন সরকার প্রধান।
আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীদের সমবায়ের অন্তভুক্ত করে সকলের ভাগ্যেন্নয়নে কাজ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এমন প্রতিপাদ্যে ৫১তম জাতীয় সমবায় দিবস ও সমবায় পুরস্কার প্রধান অনুষ্ঠানে দশটি ক্যাটেগরিতে নয়টি সমবায় সমিতি ও একজন সমবায়ীকে পুরস্কারে ভূষিত করা হয়।