
প্রেস বিজ্ঞপ্তি : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য ৬ লাখ টাকা দিলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।
সোমবার (২৮ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাবিবের কাছে এ চেক হস্তান্তর করেন।
এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, সৈয়দ মাসুদুল বারী, মোহাম্মদ নাদিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ এবং ডিআরইউ’র সহসভাপতি মাহমুদুল হাসান ও কার্যনির্বাহী সদস্য সুশান্ত কুমার সাহা উপস্থিত ছিলেন।