শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেনে বড় পতন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে ধারাবাহিকভাবে কমছে লেনদেন। সোমবার (২১ নভেম্বর) সূচকের পতনের সঙ্গে লেনদেন সাড়ে ৩০০ কোটি টাকায় নেমে এসেছে। এদিন তালিকাভুক্ত কোম্পানির মধ্যে মাত্র ১৩টি কোম্পানির শেয়ার দর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে ৬ হাজার ১৯০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৪২ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩০৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৩ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৭২ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২১৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৩৫১ কোটি ৯০ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২২ কোটি ৮৮ লাখ টাকা। এর আগে গত ২৪ অক্টোবর ৩৩৪ কোটি ৭৬ লাখ টাকা লেনদেন হয়েছিল।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৮২ পয়েন্টে, সিএসসিএক্স ৩৭ পয়েন্ট কমে ১১ হাজার ১৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ১৩ হাজার ১৯৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৩৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত আছে ৭১টির। দিন শেষে সিএসইতে ১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচলতি মাসে প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১১ হাজার কোটি টাকা
পরবর্তী নিবন্ধসানফ্লাওয়ার লাইফের পরিচালনা পর্ষদের সঙ্গে আইডিআরএ’র মতবিনিময়