আমাদের লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক :হাইকোর্ট বলেছেন, দুর্নীতিবাজ যত প্রভাবশালী ও যত বড়ই হোক না কেন আমরা দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে যাবো। বঙ্গবন্ধুর সোনার বাংলা থেকে দুর্নীতি নির্মূল করাই আমাদের লক্ষ্য। আমাদের লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, ব্যক্তিগতভাবে আমরা কারও বিরুদ্ধে কথা বলি না। কেউ আমাদের শত্রু নয়। দেশ ও জনগণের স্বার্থে আমরা কথা বলি। দুর্নীতির বিরুদ্ধে কথা বলাই আমাদের উদ্দেশ্য।

এসময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসপ্তাহের তৃতীয় কার্যদিবসে শুরুতে বড় পতনে সূচক, লেনদেনে ধীরগতি
পরবর্তী নিবন্ধ১১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজীপুরে টেক্সটাইল মিলের আগুন