ওয়াশ রুম ব্যবহার করতে পারিনি, মেনে নিয়েছি : নিপুণ

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলা হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। ফলে সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালণে আপাতত বাধা নেই।

এরপরই বিকেল সাড়ে ৪টার দিকে এফডিসিতে এক সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আপিল বোর্ডের সদস্যদের। তারা ৯ মাস ধরে আমার সঙ্গে একটা যুদ্ধ করে গেছেন। যে রায় আসলে আজকে আমি পেয়েছি তার জন্য এই পূর্ণাঙ্গ বেঞ্চ, মহামান্য উচ্চ আদালতের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ধন্যবাদ।

নিপুণ আরও বলেন, ‘আজকে ৯ মাস ধরে এটা নিয়ে অনেক কিছু হচ্ছিল। কখনও আমি থাকব, কখনও আমার বিপরীতে যিনি আছেন তিনি থাকবেন, কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল। আমি এবং কাঞ্চন সাহেব খুব সততা নিয়ে নির্বাচন করেছি। আমাদের নির্বাচনে যা নিয়ম নীতি ছিল সেটাই পালন করেছি। নিয়ম নীতির বাইরে একদমই যাইনি। সেই জন্য আমরা খাবার পাইনি, পানি পাইনি, আমরা ওয়াশ রুম ব্যবহার করতে পারিনি, সব মেনে নিয়েছি। আমার বিশ্বাস ছিল সত্যের জয়টা হবে এবং আজকে সেটা হয়েছে।’

এ সময় নিপুণের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রযোজক খোরশেদ আলম খসরু, চিত্রনায়ক ডি এ তায়েব, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, শিল্পী সমিতির সহ সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিকসহ অনেকে।

পূর্ববর্তী নিবন্ধইরানের বিপক্ষে গোল উৎসব করে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের
পরবর্তী নিবন্ধনতুন দায়িত্বে রাষ্ট্রায়ত্ত ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের ১৫ ডিএমডি