কাবাডি ফেডারেশনের কল্যাণ তহবিলে জনতা ব্যাংকের অনুদান

প্রেস বিজ্ঞপ্তি : আহত কাবাডি খেলোয়ারদের চিকিৎসা ব্যয়ে স্বতন্ত্র কল্যাণ তহবিল গঠনে আর্থিক অনুদান দিয়েছে জনতা ব্যাংক লিমিটেড।

সোমবার (২৮ নভেম্বর) পুলিশ হেড কোয়ার্টার্স সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের আইজিপি এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের হাতে অনুদানের চেক তুলে দেন জনতা ব্যাংক লিমিটেডের এমডি অ‌্যান্ড সিইও ও কাবাডি ফেডারেশনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ।

এ সময় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক-২ নেওয়াজ সোহাগ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনা টিকার ৪র্থ ডোজ দেওয়ার সুপারিশ
পরবর্তী নিবন্ধ৪৫তম বিসিএসে ২৩০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে