
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে টানা পতনের পর সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন কিছুটা বাড়লেও বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৪ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩১৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪৭ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৪২ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২২৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৫৫২ কোটি ১৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৫১ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৯২ পয়েন্টে, সিএসসিএক্স ১১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক দশমিক ৪৯ পয়েন্ট কমে ১৩ হাজার ২৪৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৪৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত আছে ৮৩টির। দিন শেষে সিএসইতে ৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।