নিউজ ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে নাভানা ফার্মার শেয়ারের ক্লোজিং দাম ছিল ৫১.১০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়ায় ১০৯.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানির শেয়ারের দাম ৫৮.৫০ টাকা বা ১১৪.৪৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে নাভানা ফার্মা ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ২৮.৪৩ শতাংশ, এডিএন টেলিকমের ২৪.৫৫ শতাংশ, আমরা নেটওয়ার্কের ২২.৫৭ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ২১.৭৩ শতাংশ, লুব-রেফের ২১.৬৬ শতাংশ, আমরা টেকনোলজিসের ২১.৪১ শতাংশ, ইস্টার্ন কেবলসের ২০.১৬ শতাংশ, আইটি কনসালটেন্টসের ১৮.৪৩ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ১৬.২০ শতাংশ বেড়েছে।