তেহরানকে রাজি করালো ঢাকা, আইওরা’র ডায়ালগ পার্টনার সৌদি

নিউজ ডেস্ক : সৌদি আরব এবং ইরানের মধ্যে বিরোধ অনেক পুরোনো। সাধারণ মধ্যপ্রাচ্যের দেশ দুটি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও বহুপাক্ষিক সংস্থাতেও এক দেশ আরেকটির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) পূর্ণ সদস্য হচ্ছে ইরান। সৌদি আরবের ডায়ালগ পার্টনার হওয়ার আগ্রহতে অনেকদিন ধরেই বাদ সাধছিল তেহরান। অবশেষে ইরানকে এ বিষয়ে রাজি করাতে পেরেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত আইওরা’র মন্ত্রী পর্যায়ের সভায় সিদ্ধান্ত হয়েছে সৌদি আরব ডায়ালগ পার্টনার হবে। এর পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে চেয়ার দায়িত্বপালনকারী বাংলাদেশ বাকি দুই দেশকে নিয়ে শিগগিরই একটি বৈঠকে অংশগ্রহণ করবে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খোরশেদ আলম বৃহস্পতিবার ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা ডায়ালগ পার্টনার হবে। তবে একটি কিন্তু আছে, সেটাও আমরা এটি দ্রুততম সময়ের মধ্যে সেরে ফেলবো।

এমএ

পূর্ববর্তী নিবন্ধছুটির দিনে মুখরিত সিরামিক মেলা
পরবর্তী নিবন্ধচিনির পর্যাপ্ত মজুদ আছে, সংকটটা কৃত্রিম: শিল্পমন্ত্রী