পাকিস্তানের মাটিতে জুনিয়র টাইগারদের দাপুটে সিরিজ জয়

অর্থনীতি ডেস্ক : মুলতানে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দাপুটে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৪ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় যুবা টাইগাররা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে যুবা টাইগাররা।

পাঞ্জাবের মুলতানে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দাপুটে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৪ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় যুবা টাইগাররা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা জয় দিয়ে করলেও দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশের যুবাদের হারিয়ে সিরিজে ফেরে পাকিস্তান। তাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি অবধারিতভাবেই হয় অঘোষিত ফাইনালে।

আর সেই লড়াইয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছে টাইগার যুবারা।

মুলতানে আলোক স্বল্পতার কারণে সিরিজের প্রথম দুই ওয়ানডে ৪৫ ওভার করে খেলা হলেও শেষ ম্যাচটির দৈর্ঘ্য আরও কমিয়ে আনা হয়েছিল। বাকি দুই ম্যাচের চেয়েও তিন ওভার কমিয়ে এনে খেলা হয় ৪২ ওভারে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে তায়েব আরিফের ৮৭, উজাইর মুমতাজের ৩৪ ও আরাফাত মিনহাসের ৪৩ রানের সুবাদে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষ পর্যন্ত ৯ উইকেটের খরচায় ২২০ রান তোলে পাকিস্তান।

বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন রোহানাত দৌল্লাহ বর্ষণ ও মোহাম্মদ রাফিউজ্জামান।

জবাবে ব্যাট করতে নেমে আশিক রহমান, আহরার আমিন ও পারভেজ রহমানের ফিফটিতে ৬ বল আর ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার যুবারা।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী চমক
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে ৮ জনের মৃত্যু