নিউজ ডেস্ক : শেয়ারবাজারে গেলো সপ্তাহে অধিকাংশ সময় সূচকের পতন হয়েছে। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে। আলোচ্য সময়ে বাজার মূলধন কমেছে ৫ হাজার ১৪০ কোটি ২৮ লাখ টাকা।
শনিবার (১২ নভেম্বর) সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৪ হাজার ২৯৮ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭১ হাজার ৫৫৬ কোটি ২ লাখ ২৯ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২ হাজার ৭৪২ কোটি ৬২ লাখ ২৫ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫১ হাজার ১৩৪ কোটি ৪৮ লাখ টাকা। সপ্তাহের শুরুতে সিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৩ হাজার ৫৩২ কোটি ১৪ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২ হাজার ৩৯৭ কোটি ৬৬ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে বা পুরো শেয়ারবাজারে বাজার মূলধন কমেছে ৫ হাজার ১৪০ কোটি ২৮ লাখ টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩৫৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৫ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ২৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ৫ হাজার ৮২২ কোটি ৩০ লাখ ৭৬ হাজার টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৪৭২ কোটি ৭০ লাখ ২৩ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৪৯ কোটি ৬০ লাখ ৫২ হাজার টাকা।
গেলো সপ্তাহে ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৩৪টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
সিএসইতে গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ১১৪ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৫৬ কোটি ৩৮ লাখ টাকা।
গেলো সপ্তাহে সিএসইতে ৩১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৩৫টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৫টি শেয়ার ও ইউনিট দর।